ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
শিরোনাম ::
শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রের ৪ শিক্ষক অব্যাহতি ২৪ ঘন্টায় শিশু সহ চারটি ধর্ষণের অভিযোগ, অন্তঃপর.. হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়া, সিরাজগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গণধোলাই অভিনব প্রতারণার বিশাল এক ফাঁদ পেতে ছিল মা-মেয়ে, শেষে রক্ষা হলো না আর সাক্ষী দিতে এসে,কাটাখালি হাইওয়ে থানার ওসি জুবাইর আহমেদের মৃত্যু পরকীয়া স্ত্রীর পাপ’ থেকে মুক্ত করার জন্য ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল! সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে,স্বল্পমূল্যে মিলবে ওষুধ ভালুকায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বরিশালে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪মন ঝাটকাসহ আটক ৫ কিশোরগঞ্জে শহরের একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসি মেসি স্লোগানে রোনালদোর মিশ্র প্রতিক্রিয়া

সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিনিয়ত গোল করে আল নাসরকে জেতাচ্ছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি লিগে নিজেদের শেষ ম্যাচে নেইমারের আল হিলালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে সি আর সেভেনের আল নাসর। হারের পর মেসি মেসি স্লোগানে পর্তুগাল অধিনায়ককে খেপিয়েছেন আল হিলাল সমর্থকরা। কিন্তু অবাক করা বিষয় হলো- না ক্ষেপে উল্টো দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দিয়েছেন রোনালদো।

রোনালদোর সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও সৌদিতে একাধিকবার মেসি মেসি স্লোগান দিয়ে খেপানোর চেষ্টা করা হয় সি আর সেভেনকে। তাতে গা ভাসিয়ে দেখিয়েছিলেন নিজের স্বভাবজাত প্রতিক্তিয়া। বাজে অঙ্গভঙ্গি করে সঙ্গে সঙ্গে দর্শকদের কঠিন জবাব দিতেও ভুলেননি এই ফুটবল মহাতারকা। আর এ জন্য ফুটবল বিশ্বে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনাও কম হয়নি।

আল হিলালের ম্যাচের পর দেখা মিলল ভিন্ন রোনালদোর। যেন পুরোনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে একদম পরিণত হয়েছেন পর্তুগিজ যুবরাজ। সমর্থকদের বুঝিয়ে দিতে চাইলেন। যতই খেপানোর চেষ্টা করো, আমি আর খেপছি না। উল্টো তোমাদের জন্য আমার ভালোবাসার ভাণ্ডার খুলে দিলাম। দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দেন রোনালদো।

নেইমারের দল আল হিলালের হয়ে বিরতির পর জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। অন্য গোলটিও স্বদেশি সতীর্থ সের্হেই মিলিনকোভিচ-সাভিচের। চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন নেইমার। ম্যাচে আল হিলালের খেলোয়াড় ও রেফারির সঙ্গে কয়েকবার তর্কে জড়ান রোনালদো। বিরতির পর আল নাসর ১-০ গোলে পিছিয়ে পড়ে। তবে কিছু সময় পর আল হিলালের জালে বলও পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির কল্যানে অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি।

আল হিলালের বিপক্ষে গোল না পেলেও সৌদি প্রো লিগটা ভালোই কাটছে ৩৮ বছর বয়সী রোনালদোর। এ মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে শীর্ষে রোনালদোই। এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসর। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রের ৪ শিক্ষক অব্যাহতি

মেসি মেসি স্লোগানে রোনালদোর মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৪:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিনিয়ত গোল করে আল নাসরকে জেতাচ্ছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি লিগে নিজেদের শেষ ম্যাচে নেইমারের আল হিলালের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে সি আর সেভেনের আল নাসর। হারের পর মেসি মেসি স্লোগানে পর্তুগাল অধিনায়ককে খেপিয়েছেন আল হিলাল সমর্থকরা। কিন্তু অবাক করা বিষয় হলো- না ক্ষেপে উল্টো দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দিয়েছেন রোনালদো।

রোনালদোর সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও সৌদিতে একাধিকবার মেসি মেসি স্লোগান দিয়ে খেপানোর চেষ্টা করা হয় সি আর সেভেনকে। তাতে গা ভাসিয়ে দেখিয়েছিলেন নিজের স্বভাবজাত প্রতিক্তিয়া। বাজে অঙ্গভঙ্গি করে সঙ্গে সঙ্গে দর্শকদের কঠিন জবাব দিতেও ভুলেননি এই ফুটবল মহাতারকা। আর এ জন্য ফুটবল বিশ্বে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনাও কম হয়নি।

আল হিলালের ম্যাচের পর দেখা মিলল ভিন্ন রোনালদোর। যেন পুরোনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে একদম পরিণত হয়েছেন পর্তুগিজ যুবরাজ। সমর্থকদের বুঝিয়ে দিতে চাইলেন। যতই খেপানোর চেষ্টা করো, আমি আর খেপছি না। উল্টো তোমাদের জন্য আমার ভালোবাসার ভাণ্ডার খুলে দিলাম। দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু উপহার দেন রোনালদো।

নেইমারের দল আল হিলালের হয়ে বিরতির পর জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। অন্য গোলটিও স্বদেশি সতীর্থ সের্হেই মিলিনকোভিচ-সাভিচের। চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন নেইমার। ম্যাচে আল হিলালের খেলোয়াড় ও রেফারির সঙ্গে কয়েকবার তর্কে জড়ান রোনালদো। বিরতির পর আল নাসর ১-০ গোলে পিছিয়ে পড়ে। তবে কিছু সময় পর আল হিলালের জালে বলও পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির কল্যানে অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি।

আল হিলালের বিপক্ষে গোল না পেলেও সৌদি প্রো লিগটা ভালোই কাটছে ৩৮ বছর বয়সী রোনালদোর। এ মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে শীর্ষে রোনালদোই। এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসর। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।