অটোরিকশাসহ দুই চোরকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। ছবি:সময়ের সন্ধানে
ঝালকাঠির নলছিটিতে চোরাই অটোরিকশাসহ দুই চোরকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। মঙ্গলবার (৭মে) মধ্যরাতে নলছিটি দপদপিয়া সড়কের হাওলাদার ব্রিকস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার পৌর এলাকার শীতলপাড়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে খলিল হাওলাদার (৪০) ও দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আনিস খানের ছেলে শামিম খান (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামের অটোরিকশা চালক নাসির উদ্দীন খলিফা ও মো. জালাল হাওলাদারের আটোরিকশা চুরি হলে তারা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নলছিটি থানার এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে তাদের নলছিটি দপদপিয়া সড়কের হাওলাদার ব্রিকস এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছেন। তারা অটোরিকশা চুরি করে বরিশাল সদর এলাকায় পালিয়ে যাচ্ছিল।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, তাদের বিরুদ্ধে অটোরিকশা চালক নাসির উদ্দীন খলিফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের শেষে তাদের আজ বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।