নওগাঁ : নওগাঁর তিন উপজেলাতেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছেন। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তারা পৃথকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। বদলগাছীতে কৈ মাছ প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২১ হাজার ৯২ ভোট পেয়েছেন।
পত্নীতলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. আব্দুল গাফ্ফার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬২ হাজার ৭৮৮ ভোট। ধামইরহাটে আনারস প্রতীকের প্রার্থী মো. আজাহার আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়েছেন।