২১ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি:সময়ের সন্ধানে
পাবনার সাঁথিয়ায় নজির মিয়া (৩৮ ) নামক এক মাদক ব্যবসায়ী কে ২১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৫ জুন) বিকাল ৫ টার দিকে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাশিনাথপুর পশ্চিম পাড়া চৌরাস্তার মোড়ে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এর ভিত্তিতে কাশিনাথপূর কাশিনাথপুর পুলিশ ফারির এস আই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ এক অভিযান পরিচালনা করেন । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নাজির মিয়া কে আটক করে পুলিশ । তার দেহ তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।আসামী কাশিনাথপুর ইউনিয়নের এদ্রাকপুর গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সময়ের সন্ধানে জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ নজীর আলীকে আটক করেছে।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।