পিরোজপুরে মাকে কুপিয়ে হত্যা,ছেলে গ্রেফতার। ছবি:সময়ের সন্ধানে
পিরোজপুরের নাজিরপুরে জুতিকা বালা নামে এক নারী ছেলের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুতিকা বালার ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জুতিকা বালা (৫০) ওই গ্রামের নারায়ণ বালার স্ত্রী। এ ঘটনায় নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ইসলাম শুক্রবার (১২ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে হত্যা কথা স্বীকার করেছেন জ্যোতিষ। গ্রেপ্তার আসামির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে তাঁর পরিবারে অশান্তি বিরাজ করছিল। এর জন্য মাকে দায়ী করেন তিনি। দীর্ঘদিনের ক্ষোভ থেকে মাকে হত্যার সিদ্ধান্ত নেন জ্যোতিষ।
নিহতের ছোট ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেখানে বাবার সঙ্গে কাজ করেন তিনি। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তাঁর বাবা দোকান থেকে বাড়িতে ফিরেন। এর কিছু আগে বড় ভাই জ্যোতিষ বাড়ি যান। বাড়ি গিয়ে তিনি দেখতে পান তাঁর মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁর মাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মা মারা যান।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন,ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার ও জেলা ডিবি পুলিশের ইনচার্জ রেজাউল করিম রাজিব।