ছবি:সময়ের সন্ধানে
ভালুকা প্রতিনিধি: সম্প্রীতি বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান এবং বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন ভালুকা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হযরত আছমত চাঁন (রঃ) দরবার শরীফে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন ভালুকা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহ্ মোঃ কায়কোবাদ হোসেন মাইজভান্ডারী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী আব্দুর রহমান ফকির। এছাড়াও এসময় বাংলাদেশ তরিকত ফেডারেশন ভালুকা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।