ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কথা বলছেন জোনায়েদ সাকি। ছবি:সময়ের সন্ধানে
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের লোকজন কোথায় কিভাবে গেলেন। অনেকে পালিয়ে গেছেন, এখনো যাচ্ছেন, আইন-আদালতের মুখোমুখি না হয়ে কিভাবে যাচ্ছেন এমন প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া হেসিয়ারী সমিতি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের দোসররা বসে আছে। তারা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। সরকারকে বলবো, কোনোভাবে যাতে তারা আড়ালে যেতে না পারে। ন্যায়বিচারের প্রক্রিয়ায় যেন বাধা না দেয়। যদি বাধাই দেয় আর আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে আপনারা সরকার গঠন করেছেন কেন, শপথ নিয়েছেন কেন। বিচার আপনাদের করতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
জোনায়েদ সাকি আরও বলেন, সকল খুনি ও নির্দেশদাতাদের আইন ও বিচারের মুখোমুখি করুন এটাই বাংলাদেশের মানুষের আকাঙ্খা। এর বিকল্প কিছু কোনভাবেই সহ্য করবে না। ন্যায়বিচারের ওপর দাড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।