লালমোহন জিএম বাজার থেকে দুই গরু চোর গ্রেফতার করেছে পুলিশ। ছবি:সময়ের সন্ধানে
ভোলা স্টাফ রিপোর্টার:
গত ৩০ অক্টোবর বুধবার দুপুরে লালমোহন জিএম বাজারে গরু চুরি করতে গিয়ে আটক হয়েছে দুই চোর।
চোরদের একজনের নাম ফজলু সিপাই, পিতা ইউনুছ সিপাই, আরেকজনের নাম শফিক, পিতা রুহুল আমিন। তাদের বাড়ি তজুমদ্দিনের কাজি কান্দি গ্রামে।
বুধবার দুপুরে তারা গরু চুরি করতে গিয়েছিল লালমোহনের জিএম বাজার এলাকায়। সেখানে এক কৃষকের দুটি গরু চুরি করার সময় এলাকাবসী তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে এই দুই চোরকে এলাকাবাসী উত্তম মাধ্যম দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।