রাজধানীসহ সারাদেশে সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। ছবি:সময়ের সন্ধানে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। যদিও আলু ও পেঁয়াজের দাম নিয়ে নাকাল ক্রেতারা। বলছেন, এবার নজর ফেরাতে হবে এই ২ নিত্যপণ্যের আড়তে। দোকানিরা আশাবাদী, আগামী শীতকালীন সবজির যোগান বাড়ার সাথে সাথে, আরও কমে আসবে দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল, ঢেঁড়স, বরবটি। প্রতি পিস ফুলকপি-পাতাকপির দাম হাকা হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে অন্যান্য সজির দামও কমেছে কেজিতে অন্তত ২০ টাকা।
আগাম শীতকালীন সবজির মধ্যে শিমের দাম বেশ চড়া। সিমের স্বাদ পেতে হলে কেজিতে গুণতে হবে ১০০ থেকে ১৩০ টাকা। আর গোল বেগুন দাম পড়বে ১২০ থেকে ১৩০ টাকা। বাজারে আলুর কেজি ৬০ টাকা। আর দেশি পেঁয়াজ ১৩৫ টাকা। তবে মহল্লার দোকানে দাম আরও একটু বেশি। পেঁয়াজ ও আলুর আড়তে নজর বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা।
যোগান বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে। রুই-কাতলার কেজি তিনশ থেকে সোয়া ৩০০ টাকা। দেড়শ টাকায় বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙ্গাস। ডিমের আড়তে কিছুটা স্বস্তি ফিরেছে। ক্রেতারা বলছেন, ডিমের ডজন ১৪৫ টাকা থেকে আরও কিছুটা কমা উচিত।