রানা হত্যা মামলার প্রধান আসামী ইনছান গ্রেফতার। ছবি:সময়ের সন্ধানে
স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড জয়পুরপাড়া এলাকার রড ব্যবসায়ী ভিকটিম রানা মিয়া (৫৪) এর নিকট গত ১০ সেপ্টেম্বর ধৃত আসামীসহ অজ্ঞাতনামা বখাটে চাঁদাবাজ আসামীগণ পূর্ব শত্রুতার জেরে ৫০,০০০/- টাকা চাঁদা দাবি করে। ভিকটিম চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে ভিকটিম তার পরিবার নিয়ে বাড়ি যাওয়ার পথে শহরের মলির মোড়ে পৌঁছামাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারী আসামীগণ পথ রোধ করে চাঁদা দাবিসহ মেরে ফেলার হুমকি প্রদান করে ও মোঃ ইনছান ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। ভিকটিমের স্ত্রী রোজিনা রক্ষা করতে গেলে মোঃ শহীদ ধারালো চাকু দিয়ে ভিকটিম রানা মিয়া ও তার স্ত্রী রোজিনাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। রানা মিয়ার ডাকচিৎকারে তাদের বড় মেয়েসহ স্থানীয় লোকজনের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রানা মিয়াকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার সোমবার ৪ নভেম্বর র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান পরিচালনা করে রানা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোঃ ইনছান (৩২) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি হলেন শহরের জয়পুরপাড়া পশ্চিমপাড়ার পিতা-মোঃ ফিরোজ এর পুত্র মোঃ ইনছান। গ্রেফতারের সময় আসামীর নিকট থেকে ১টি মোবাইল, ১টি সীম ও নগদ ১২৫/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।