ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
৯৯৯ এ ফোনে পুলিশ আসতে বিলম্ব হওয়ায়,ভুয়া পুলিশের অপবাদ দিয়ে মাথা ফাটিয়ে দেন দোকানি জিলাপি খাওয়ার লোভ সামলাতে পারলেন না ওসি মনোয়ার অন্তঃপর.. নীলফামারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাল পহেলা বৈশাখ বিরাজ করছে, উৎসবের আমেজ শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রের ৪ শিক্ষক অব্যাহতি ২৪ ঘন্টায় শিশু সহ চারটি ধর্ষণের অভিযোগ, অন্তঃপর.. হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়া, সিরাজগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গণধোলাই অভিনব প্রতারণার বিশাল এক ফাঁদ পেতে ছিল মা-মেয়ে, শেষে রক্ষা হলো না আর সাক্ষী দিতে এসে,কাটাখালি হাইওয়ে থানার ওসি জুবাইর আহমেদের মৃত্যু পরকীয়া স্ত্রীর পাপ’ থেকে মুক্ত করার জন্য ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল!

যেকোনও মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের বার্তাটি আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। যেকোনও মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। ভোটাররা ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন না এবং কেন্দ্রে প্রবেশ করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন, এটা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগের আট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘যারা ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করবেন। ভোটকেন্দ্রের ভেতরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট থাকবেন। তাদের সবার উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হবে। কোনোভাবে ভোটারকে বাধাগ্রস্ত করা যাবে না।’

গণমাধ্যমের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘মিডিয়াকে কোনোভাবে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। সাংবাদিকরা নির্বাচনে ভোটগ্রহণ থেকে শুরু সব বিষয় মনিটর করবেন। তারা যা সত্যি সেটাই প্রকাশ করবেন। যদি ভোটকেন্দ্রের ভেতরে ভালো হলে বলবেন, মন্দ হলে সেটাও বলবেন। কোনও কিছু রাখঢাকের প্রয়োজন নেই। অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে জনগণ যদি বিশ্বাস করে এবং জানতে পারে ভোটটা সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে, তাহলে জনগণের আস্থা আসবে। আমরা সংকট থেকে উত্তীর্ণ হতে পারবো।’

এর আগে সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে সিইসি রংপুরের ছয়টি আসনের ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন সিইসি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সিইসি বলেন, ‘আমরা সব প্রার্থীকে আশ্বস্ত করেছি, প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। এ ব্যাপারে কোনও ব্যত্যয় হবে না। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা যদি সচেতন না হন, পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে। এই বার্তা প্রার্থীদের আমরা জানিয়ে দিয়েছি।’

মতবিনিময় কালে রংপুরের ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর সবাই উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৯৯৯ এ ফোনে পুলিশ আসতে বিলম্ব হওয়ায়,ভুয়া পুলিশের অপবাদ দিয়ে মাথা ফাটিয়ে দেন দোকানি

যেকোনও মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের বার্তাটি আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। যেকোনও মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। ভোটাররা ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন না এবং কেন্দ্রে প্রবেশ করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন, এটা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগের আট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘যারা ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করবেন। ভোটকেন্দ্রের ভেতরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট থাকবেন। তাদের সবার উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হবে। কোনোভাবে ভোটারকে বাধাগ্রস্ত করা যাবে না।’

গণমাধ্যমের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘মিডিয়াকে কোনোভাবে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। সাংবাদিকরা নির্বাচনে ভোটগ্রহণ থেকে শুরু সব বিষয় মনিটর করবেন। তারা যা সত্যি সেটাই প্রকাশ করবেন। যদি ভোটকেন্দ্রের ভেতরে ভালো হলে বলবেন, মন্দ হলে সেটাও বলবেন। কোনও কিছু রাখঢাকের প্রয়োজন নেই। অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে জনগণ যদি বিশ্বাস করে এবং জানতে পারে ভোটটা সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে, তাহলে জনগণের আস্থা আসবে। আমরা সংকট থেকে উত্তীর্ণ হতে পারবো।’

এর আগে সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে সিইসি রংপুরের ছয়টি আসনের ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন সিইসি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সিইসি বলেন, ‘আমরা সব প্রার্থীকে আশ্বস্ত করেছি, প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। এ ব্যাপারে কোনও ব্যত্যয় হবে না। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা যদি সচেতন না হন, পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে। এই বার্তা প্রার্থীদের আমরা জানিয়ে দিয়েছি।’

মতবিনিময় কালে রংপুরের ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর সবাই উপস্থিত ছিলেন।