যদি চাও,
থেকে যেতে পারি,ছুঁয়ে দিতে পারি সন্ধ্যা,
যদি বলো,
তুমি লিখবে কবিতা, হয়ে যাব মহানন্দা!
যদি চেয়ে দেখো,
চোখের পরে, কাজলের কালো স্মৃতি
যদি বলো,
কেন কঠিন এত? হয়ে যাব স্বরলিপি।
যদি চাও,
দিব কাব্য লিখে, ছন্দ মাত্রাবৃত্ত,
যদি বলো,
প্রিয়া রক্তিম চোখে, প্রফুল্ল হয় চিত্ত!
যদি দাও,
টান পাল তোলা সুরে, ছেয়ে যাবো সর্বত্র।
যদি পাশে পাও,
ঘোর তমসা, হয়ে যাবো নক্ষত্র!
যদি কোনো,
সাঝঁ ধুলোয় মেশে, চেয়ে দেখো তুমি একা,
একেঁ দেব প্রেম
কপোলে তোমার ছুঁয়ে দেব প্রেমলেখা।
যদি তোলো,
হিয়া প্রাচীন প্রহরে, আলোকবর্ষ ধ্রুপদী,
যদি দাও,
তুমি অনল ছুঁয়ে, হয়ে যাবো আমি দ্রৌপদী!