ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
৯৯৯ এ ফোনে পুলিশ আসতে বিলম্ব হওয়ায়,ভুয়া পুলিশের অপবাদ দিয়ে মাথা ফাটিয়ে দেন দোকানি জিলাপি খাওয়ার লোভ সামলাতে পারলেন না ওসি মনোয়ার অন্তঃপর.. নীলফামারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাল পহেলা বৈশাখ বিরাজ করছে, উৎসবের আমেজ শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রের ৪ শিক্ষক অব্যাহতি ২৪ ঘন্টায় শিশু সহ চারটি ধর্ষণের অভিযোগ, অন্তঃপর.. হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়া, সিরাজগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গণধোলাই অভিনব প্রতারণার বিশাল এক ফাঁদ পেতে ছিল মা-মেয়ে, শেষে রক্ষা হলো না আর সাক্ষী দিতে এসে,কাটাখালি হাইওয়ে থানার ওসি জুবাইর আহমেদের মৃত্যু পরকীয়া স্ত্রীর পাপ’ থেকে মুক্ত করার জন্য ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল!

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

  • আয়শা
  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 154

সেই শৈশব থেকেই এখনো পর্যন্ত তাকে ঘিরে আছে শুধুই সংগীত। গল্প, আড্ডা, জীবনযাপন সবকিছুই সংগীতকে ঘিরে। মাঝে ছিল খানিকটা বিরতি। সেই বিরতি ভেঙে ফের গানের ভুবনে সরব হয়েছেন গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক নমন। নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’।

নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে NMN STATION OFFICIAL ইউটিউব চ্যানেল।

এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই এরেঞ্জমেন্টটি করতে পেরে ভীষণ আনন্দিত। যারা শ্রোতার মতো শ্রোতা তাদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত।’

আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’

তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসিকাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি।

এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এ গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।

নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘২০০৯ সালে শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট থেকে। নিয়মিত সংগীত চর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৯৯৯ এ ফোনে পুলিশ আসতে বিলম্ব হওয়ায়,ভুয়া পুলিশের অপবাদ দিয়ে মাথা ফাটিয়ে দেন দোকানি

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সেই শৈশব থেকেই এখনো পর্যন্ত তাকে ঘিরে আছে শুধুই সংগীত। গল্প, আড্ডা, জীবনযাপন সবকিছুই সংগীতকে ঘিরে। মাঝে ছিল খানিকটা বিরতি। সেই বিরতি ভেঙে ফের গানের ভুবনে সরব হয়েছেন গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক নমন। নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’।

নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে NMN STATION OFFICIAL ইউটিউব চ্যানেল।

এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই এরেঞ্জমেন্টটি করতে পেরে ভীষণ আনন্দিত। যারা শ্রোতার মতো শ্রোতা তাদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত।’

আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’

তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসিকাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি।

এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এ গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।

নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘২০০৯ সালে শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট থেকে। নিয়মিত সংগীত চর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’