ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। রাষ্ট্র হিসেবে ভারতের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেন ওই তিন মন্ত্রী।
সোমবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম এবং এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মালদ্বীপ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে কিছু পোস্ট দেওয়া হয়েছে। সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে। এই তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ।
জানা যায়, সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এর পর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তার পরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।
মালদ্বীপ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে বাক্স্বাধীনতার চর্চা করা উচিত। এবং এমনভাবে কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়। এমন কিছু করা ঠিক নয়, যা মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে পেছনে ঠেলে দেয়।