সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে কিশোরগঞ্জের তিনটি আসনে সাবেক তিন রাষ্ট্রপতির সন্তানেরা জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর (লিপি)। নৌকা প্রতীকে লড়ে জয়ী হন তিনি। তাঁর প্রতিদ্ব›দ্বী ছিলেন তাঁর আপন বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। তাদের ভাই আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই আসনের সংসদ সদস্য ছিলেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান (পাপন)। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে। তিনিও আওয়ামী লীগের প্রার্থী।