চলতি মাসেই সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। সংবিধান অনুযায়ী একটি রাজনৈতিক দলের ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকলে ওই দল থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হবেন। সে হিসাবে আওয়ামী লীগ ৩৭টি ও জাতীয় পার্টি ২ জন নারী সংসদ সদস্য পাবেন। আর এবারের সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন, সেই হিসেবে এরা সম্মিলিতভাবে ১০ জন সংরক্ষিত নারী সদস্য পাবেন। তবে স্বতন্ত্ররা জোটগত সিদ্ধান্ত না নিতে পারলে সংখ্যাগরিষ্ঠ দল এই ১০ সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত করবেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য একত্রে জোটবদ্ধ হলে অথবা ৬ জন করে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে ১০টি আসনে স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাদের আরও দুটি ভোট অবশিষ্ট থাকবে। এবারের সংসদে জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কলাণ পার্টির একটি করে আসন রয়েছে। ফলে তারা স্বতন্ত্র ২ জন সংসদ সদস্যের সমর্থন দিয়ে প্রার্থী দিলে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন। আর তারা জোটবদ্ধ হতে না পারলে আইন অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল এই আসনে প্রার্থী নির্বাচিত করার সুযোগ পাবে বলে ।