অব্যাহত সমর্থনের জন্য নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী। মোদির অভিনন্দন বার্তার জবাবে গতকাল মঙ্গলবার পাঠানো বার্তায় শেখ হাসিনা আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা জানিয়েছেন।
অভিনন্দন বার্তার জবাবে শেখ হাসিনা লিখেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে আপনার অভিনন্দন বার্তা পেয়ে আমি সত্যিই অভিভূত। এটি আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্কের বহিঃপ্রকাশ।’
শেখ হাসিনা আরো লিখেছেন, ‘ধারাবাহিক সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনার এবং আপনার সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
৮ জানুয়ারি সন্ধ্যায় টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই দিন সকালে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মোদির পক্ষে অভিনন্দন জানান।