আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ও প্রার্থীদের ওপর আস্থা রাখছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে যতটা সম্ভব পুরনো মুখ বদলে নতুন মুখ আনার কৌশল নিয়েছেন বলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সদস্য।
এ ছাড়া নতুন যেসব প্রার্থীকে মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে তারা সবাই জনপ্রিয় বলে জরিপে উঠে এসেছে। যদিও কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ২টিতে পরিবর্তন করা হয়েছে। পুরাতন ৪ জন প্রার্থীই বর্তমান এমপি ও সাবেক তিন রাষ্ট্রপতির সন্তান। এ ছাড়াও পারিবারিকভাবেই আওয়ামী লীগের ঐতিহ্য বহন করছে তারা।
গত ২৬ নভেম্বর রোববার বিকাল ৪টার দিকে ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তার আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার জন্য গণভবনে দলীয় প্রধান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডেকে ছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের।
পরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এমপি। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।
এ ছাড়া মহাজোটের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ এবার নিজেদের প্রার্থী দিয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাসিরুল ইসলাম খান আওলাদ।
এ ছাড়া বাকি চারটি আসনের মধ্যে তিনটি আসনে সাবেক তিন রাষ্ট্রপতির পুত্র-কন্যা তিনজন বর্তমান সংসদ সদস্য তারা হলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় পুত্র তিনবারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লর রহমান ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী শহীদ আইভি রহমানের একমাত্র ছেলে টানা তিনবারের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।
কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে নৌকার মাঝি হতে মোট ৬৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তিনটি নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ-৩ আসনে সর্বোচ্চ ২২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।