বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সোহেল কুমিল্লা ধর্মপুর এলাকার মো. কবির হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ শাখার তথ্য অনুসারে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সে নিয়ে আমতলী থানাধীন আঠারোগাছিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ শাখারিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ৬ কেজি গাঁজাসহ সোহেল নামের একজনকে আটক করে। যার অবৈধ বাজার মূল্য অনুমান ৪ লাখ ২০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জ্ঞান কুমার দাস বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।