গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকায় হোসেন ডাইং ও ওয়াশিং কারখানার একটি আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের ৩টি ইউনিট এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও শুকানোর কাজ করা হতো বলে জানা গেছে। কারখানাটি অনেক বড় হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়্যনি। তনে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেও জানায় ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় পুরো গোডাউনটি পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সসার্ভিসের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে পুলিশ।