ছবি:সংগৃহীত
সোমবার (২২ এপ্রিল) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুর্জয়কে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার (২১ এপ্রিল) শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বরে মিছিল ও শোডাউন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়। এটি উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
শোভন রাংসা আরো জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপাশি করা হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।