ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
শিরোনাম ::
রাজশাহীর বাগমারাতে ইটভাটাগুলোতে কয়লার বদলে পুড়ছে কাঠ,কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত রাজশাহীর বাগমারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়, নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত কুষ্টিয়ায় সোনালী লাইফ ইন্সুরেন্স এর গ্রাহক মৃত্যুতে নমিনীকে বীমার চেক হস্থান্তর গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৩ চট্টগ্রাম লোহাগাড়া কলাউজন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনা ৪ ঘণ্টায়,শুরু হবে ২৪ ডিসেম্বর সারা দেশের স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে: শিক্ষা সচিব শিবগঞ্জে শোলা গাড়ি সাহা লাস্কর জিলানী ( রা) দাখিল মাদ্রাসা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বর্ণাঢ্য দিবস উদযাপিত চট্টগ্রামে লোহাগাড়া জেনারেল হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি

৪ বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেন মা বলে জানিয়েছে পুলিশ!

নিহত শিশু এরিয়েল গার্সিয়া। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সন্তান হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার চার বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ ও আদালতের বরাতে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্যানেট গার্সিয়া (২৭) নামের ওই মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুক্রবার আদালত আমলে নিয়েছে। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের এভারেটে সন্তানদের নিয়ে বসবাস করেন জ্যানেট। ২৭ মার্চ তিনি তার ছেলে এরিয়েল গার্সিয়াকে তীক্ষ্ণ ও ধারাল কিছু দিয়ে আঘাত করেন। প্রাথমিকভাবে পুলিশ ১৬টি আঘাত শনাক্ত করে। পরে ময়নাতদন্তে ৪১ বার ছুরিকাঘাত করার বিষয়টি নিশ্চিত হয়।

পুলিশ জানায়, জ্যানেটের এক প্রতিবেশী রক্তের দাগ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত স্থানে কম্বলে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

এদিকে মায়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও আনা হয়েছে। শিশুটির দাদি পুলিশকে এ ব্যাপারে জানিয়েছেন।

দাদির নাম প্রকাশ না করে পুলিশ জানায়, ঘটনার কয়েক দিন আগে দাদি পুলিশের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, দুই সন্তানের জননি জ্যানেট দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শিশুদের দ্রুত সেফ হোমে নেওয়া দরকার।

ওই মায়ের আরেক শিশুর বয়স ৭ বছর। সেও মায়ের আগ্রাসী আচরণের কথা পুলিশকে জানায়। শিশুটি বলে, তার মা তাকে মারধর করতেন। খুব বকতেন।

পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত করছে। অভিযুক্ত মা কারাগারে রয়েছেন। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাগমারাতে ইটভাটাগুলোতে কয়লার বদলে পুড়ছে কাঠ,কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট

৪ বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেন মা বলে জানিয়েছে পুলিশ!

আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
নিহত শিশু এরিয়েল গার্সিয়া। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সন্তান হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার চার বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ ও আদালতের বরাতে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্যানেট গার্সিয়া (২৭) নামের ওই মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুক্রবার আদালত আমলে নিয়েছে। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের এভারেটে সন্তানদের নিয়ে বসবাস করেন জ্যানেট। ২৭ মার্চ তিনি তার ছেলে এরিয়েল গার্সিয়াকে তীক্ষ্ণ ও ধারাল কিছু দিয়ে আঘাত করেন। প্রাথমিকভাবে পুলিশ ১৬টি আঘাত শনাক্ত করে। পরে ময়নাতদন্তে ৪১ বার ছুরিকাঘাত করার বিষয়টি নিশ্চিত হয়।

পুলিশ জানায়, জ্যানেটের এক প্রতিবেশী রক্তের দাগ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত স্থানে কম্বলে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

এদিকে মায়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও আনা হয়েছে। শিশুটির দাদি পুলিশকে এ ব্যাপারে জানিয়েছেন।

দাদির নাম প্রকাশ না করে পুলিশ জানায়, ঘটনার কয়েক দিন আগে দাদি পুলিশের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, দুই সন্তানের জননি জ্যানেট দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শিশুদের দ্রুত সেফ হোমে নেওয়া দরকার।

ওই মায়ের আরেক শিশুর বয়স ৭ বছর। সেও মায়ের আগ্রাসী আচরণের কথা পুলিশকে জানায়। শিশুটি বলে, তার মা তাকে মারধর করতেন। খুব বকতেন।

পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত করছে। অভিযুক্ত মা কারাগারে রয়েছেন। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।