রাঙামটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।ছবি:সংগৃহীত
রাঙামটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার বাঘাইছড়ি দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ সময় বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যানচলাচল বন্ধ হয়। শুক্রবার সকালে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে।
এই বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটি ধসে এসে সড়কের ওপর পড়াতে আপাতত যান চলাচল করতে পারছে না। সড়ক বিভাগ ও সেনাবাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে। তবে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।