অভিযোগের পর পুলিশ ওই স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ছবি:সংগৃহীত
স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের ঘটনা প্রায়ই শোনা যায়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। স্ত্রীর হাতে নির্যাতিত হয়েছেন স্বামী। কেবল তাই নয়, স্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই স্বামী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর নির্যাতন থেকে মুক্তি পেতে পুলিশের হাতে সিসিক্যামেরার ফুটেজ দিয়েছেন স্বামী। সেখানে দেখা গেছে, স্বামীর হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিচ্ছেন স্ত্রী।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনোর এলাকায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী স্বামী বাগির সিসিটিভি পুলিশে দিয়ে অভিযোগ করেন। ফুটেজে স্ত্রীকে স্বামীর হাত-পা বেঁধে বুকের ওপর বসে শ্বাসরোধের চেষ্টাও করতে দেখা গেছে।
অভিযুক্ত ওই স্ত্রীর নাম মেহের জাহান। আর নির্যাতনের শিকার স্বামীর নাম মান্নান জাইদি। অভিযোগের পর পুলিশ ওই স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার নির্যাতিত স্বামীর কাছ থেকে সেওহারা জেলা পুলিশ একটি অভিযোগ পায়। অভিযোগের ভিত্তিতে রোববার ওই মেহেরকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তের স্বামীর অভিযোগ, গত ২৯ এপ্রিল মেহের দুধে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে বাধ্য করেন। এরপর তার হাত-পা বেঁধে সিগারেট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাকা দেন। এমনকি গোপনাঙ্গ কাটার চেষ্টা করেন তিনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় পুলিশের এসপি ধরমপাল সিং জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই স্ত্রীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলছে।