লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপপিরিচ) ও কমলনগরে মাওলানা খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সালেহ উদ্দিন রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজেদা আক্তার সুমী (কলস) নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে রামগতিতে শরাফ উদ্দিন আজাদ সোহেল ২৯ হাজার ৬৯৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নাজিম উদ্দিন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম (হাঁস) নির্বাচিত হয়েছেন।