কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তিন উপজেলা কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা। সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট।
উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহম্মেদ বচন তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার।
হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন।
কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি।
পাকুন্দিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এমদাদুল হক জুটন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এ. কে. এম. ফজলুল হক বাচ্চু। তিনি পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শামসুন্নাহার বেগম। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট।