ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আমাদের সময়ের সন্ধানে প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
কুমিল্লা : কুমিল্লার তিন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, মেঘনা উপজেলায় নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ। তিনি পেয়েছেন ১৮ হাজার ৭০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৮ হাজার ৩০৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী দিলারা শিরিন পেয়েছেন ২০ হাজার ৩৫০। তিনি বিএনপির সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।
লাকসাম উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী ইউনুস ভূঁইয়া নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মহব্বাত আলী তালা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের পড়শী সাহা ৮৪ হাজার ৩৪২ ভোট পেয়েছেন।
মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তিনি ঘোড়া প্রতীকে ৭০ হাজার ৩৪৮ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আমিরুল ইসলাম ৭৯ হাজার ৬৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৭৫ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।