শ্রীপুরে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাওহীদ নামে এক শিশুর মৃত্যু।ছবি:সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাওহীদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৮ মে) দুপুরের দিকে পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের অ্যাড. জালাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ (১০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরালগী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে চন্নাপাড়া হালিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয় শাহীন আলম সময়ের সন্ধানে জানান,গত ৪-৫ বছর ধরে শ্রীপুরে ওই বাড়িতে ভাড়ায় থেকে তাওহীদের বাবা-মা স্থানীয় ভিনটেক্স কারখানায় চাকরি করেন। সেই সুবাদে শিশুটি বাড়িতে একাই থাকে। শনিবার সকালে উভয়ই কাজে চলে গেলে আশপাশের শিশুদের সাথে খেলা করছিল তাওহীদ।
দুপুরের দিকে স্থানীয় জালাল উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই উঠে গেলেও তাওহীদ পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে খুঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাওহীদের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার কর্মরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া সময়ের সন্ধানে বলেন, " খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে"।