শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয় ও সেলিম আজাদ। ছবি:সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয় ও সেলিম আজাদ।
মঙ্গলবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মামুনুল ইসলাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় (ঘোড়া প্রতীক) ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল জলিল (আনারস প্রতীক) ৬৩ হাজার ৫৩২ ভোট পেয়েছেন। ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ ভোটের এই উপজেলায় ভোট পড়েছে ৩০ শতাংশ।
অন্যদিকে, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম আজাদ (মোটারসাইকেল প্রতীক) ৮৩ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চোরম্যান মো. কামাল উদ্দিন সিকদার (আনারস প্রতীক) ৬২ হাজার ৩০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ৩ লাখ ৬৩ হাজার ৭৯৪ ভোটারের এই উপজেলায় পড়েছে প্রায় ২১ শতাংশ।
এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীপুর ও কালিয়াকৈরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, শ্রীপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান। জেলার কালিয়াকৈর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন। হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা. শরিফা আক্তার।