ছবি:সংগৃহীত
দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৯ মাদকসেবীকে আটক করে আদালতে সোপর্দ করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– দিনাজপুরের হাকিমপুর থানার মিন্টু মিয়া (৪২), মাসুদ রানা (৩৮), শাহিন মিয়া (২৫), রিপন মিয়া (৩৯), সুজন মিয়া (৫০), রাজু আহমেদ (৪৫), সোহেল (২৭), শফিকুল (২৯), গোলজার (৫৩), মাসুদ রানা (৪০), সজিব (২৪), মেহেদী হাসান (২৮), আজিজুল ইসলাম (৬০), জেলার ঘোড়াঘাট থানার ছানারুল (২৬), বিরামপুর থানার সুসান্ত কুমার (৪০), বকুল হোসেন (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর থানার মুরাদ হোসেন (৪৫) ও বগুড়া জেলার কাহালু থানার মুকুল হোসেন (৩৮)।
হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের আজ রোববার (২৬ মে) দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। চলমান মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।
/এএম