প্রতি ছবি:সময়ের সন্ধানে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় আল্পনা আক্তার নামের এক পোশাক কারখানার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। নিহত হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বিকালিকা গ্রামের ইছামদ্দীনের মেয়ে আল্পনা আক্তার (২৫)। নিহত আল্পনা আক্তার উপজেলার উলুসাড়া এলাকায় এখলাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় মঙ্গলবার ভোরে কারখানা থেকে নাইট ডিউটি শেষে বাসায় যাওয়ার পথে বিদ্যুতের খুঁটির সাথে স্পর্শে আল্পনা আক্তার নিহত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুঁটির সাথে গ্রাউন্ডিং তারের সাথে বিদ্যুতায়িত হয়ে নিহত হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই সাজিদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতির-১ চন্দ্রা জোনাল অফিসের প্রকৌশলী জসীমউদ্দীন জানান, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানুষ মারা গিয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতায়িত হতে পারে। তবে ওই এলাকা থেকে কেউ আমাদেরকে জানায়নি ।