প্রতিক ছবি:সংগৃহীত
পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের বিশম্ভরপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন যারাও সম্পর্কে সেই যুবকের ভাবি। শনিবার (১ জুন) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ স্বপ্না বেগম (৩৫) আমরিয়া গ্রামের নবাব মিয়া স্ত্রী। এ ঘটনায় মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুজন আহত হলে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ও অভিযুক্ত একই পরিবারের সদস্য। অভিযুক্ত যুবক আইনুল কিছুটা মানসিক ভারসাম্যহীন। পারিবারিক কলহের জেরে হঠাৎ ক্ষীপ্ত হয়ে তার তিন ভাবিকে ছুরি দিয়ে কোপানো শুরু করে। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বপ্না বেগম। নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক সময়ের সন্ধানে বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
সস/এমএইচআর