শিক্ষার্থীদের মাঝে আইজিপি মোঃ আকরামুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করেন। ছবি:সময়ের সন্ধানে
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেল ০৪ টায় প্লেস অডিটোরিয়ামে আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও প্লেসের সম্মানিত সভাপতি মোঃ আকরামুল হোসেন পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক প্লেসের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আইজপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, ডিআইও-১ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-সহ প্লেসের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রায় তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।