চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।ছবি:সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) ও মো. সবুজ হোসেন (২৫)। এদেরমধ্যে সবুজ হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি দুইজন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি গোগড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে দুইজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।