ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ছবি:সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ জুন) দুপুরের দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। ফলে এ ঘটনায় কেউ আহত হননি।
ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচলসহ প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।