গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। ছবি:সংগৃহীত
গাজীপুরে ভিডিও কলে নারীর সঙ্গে অশ্লীল কার্যকলাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ৩ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে যায়। যেখানে আমিনুল ইসলাম নামে ওই নেতাকে ভিডিও কলে অন্যপ্রান্তে থাকা নারীর সঙ্গে অশ্লীল দৃশ্যে দেখা যায়।
মো. হাফিজুর রহমান নামে ফেসবুক আইডি থেকে প্রথম আওয়ামী লীগ নেতার এ অশ্লীল ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই দ্রুত সময়ের মধ্য নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। শুরু হয় নেতিবাচক নানা মন্তব্য।
অভিযুক্ত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘কারা এটা ফেসবুকে ছেড়েছে জানি না। হয়তো কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’