ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১।ছবি:সময়ের সন্ধানে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিল সহ শামীম (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শামীম (২৯) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভূলতা এলাকার মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম ২৫ জুন (মঙ্গলবার) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার বাসস্টান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেফতারকৃত শামীম অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করে কিন্তু চৌকস অভিযানে সে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন নিশ্চত হয়ে সময়ের সন্ধানে বলেন, উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি ।