৫০বোতল ফেন্সিডেলসহ এক মাদক কারবারী গ্রেফতার। ছবি:সময়ের সন্ধানে
কক্সবাজারের টেকনাফে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে ডিএনসির আভিযানিক দল।
গত ২৫/০৬/২০২৪ খ্রী: তারিখে ডিএনসির একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হাবিবছড়া ঘাটস্থ টেকনাফ-কক্সবসজার মেরিন ড্রাইভ রোডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান গত ২৫ জুন বিকেল ৫ ঘটিকার দিকে টেকনাফে ডিউটীকালীন টেকনাফ মডেল থানাধীন হাবিবছড়া ঘাটস্থ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে সিএনজির পিছনের সিটে বসা মোহাম্মদ আয়ুব নামের যাত্রীর কাছে থাকা কাঁধে ঝুলানো একটি ব্যাগ জব্দ করে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্য হতে ০২ জন সাক্ষীর সম্মুখে তল্লাশি করে ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনাস্থলে মো: নুরুল আয়ুব (৩৬) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর নাম ও ঠিকানা – ০১| মোহাম্মদ আয়ুব (৩৬), পিতা- মৃত ফয়েজ আহম্মদ, মাতা- মমতাজ বেগম, উত্তর নাজির পাড়া, ওয়ার্ড নং- ০৮, ইউপি- টেকনাফ সদর, থানা- টেকনাফ , জেলা- কক্সবাজার।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের এসআই গোপাল কৃষ্ণ দাশ টেকনাফ মডেল থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।