ছবি:সময়ের সন্ধানে
কৃষক বাঁচাও,নদী বাঁচাও, দেশ বাঁচাও। প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষক সমিতির ৪-দফা দাবিতে তিস্তা বাঁচাও সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১৬ জুলাই/২৪ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিস্তা বাঁচাও সমাবেশে নেতৃত্ব প্রদান করেন কমরেড আঃ মজিদ, রমেন সেন।
৪- দফা দাবি সমুহ- ১) সারাবছর তিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত কর।
২) ভারতের সঙ্গে দ্রুত তিস্তার পানি চুক্তি করে পানির হিস্যা আদায় কর,তিস্তা নদীকে মেরে ফেলার হাত থেকে রক্ষা কর।
৩) তিস্তা নদীর দুই পারে মানুষের যাতায়াত ও কৃষি পন্য দ্রুত হাট বাজারে নেওয়ার জন্য সড়ক ব্যবস্হার উন্নয়ন কর।
বুড়ি তিস্তা নদীর খনন পরিকল্পিতভাবে করতে হবে,ফসলি জমি নষ্ট করা যাবে না।
সমাবেশে বক্তাদের বক্তব্য শেষে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ ডিমলা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন।