অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানাবেশে দায়িত্ব পালন করছে এলিট ফোর্স র্যাব। যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ন স্থানে সংস্থাটির গোয়েন্দারা ছদ্মবেশে অবস্থান নিয়ে নজরদারি করছে।
রোববার (৩ নভেম্বর) র্যাব সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান হোসেন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাবের ৪৩৫ টি টইল দল দায়িত্ব পালন করছে। এছাড়া রাজধানীতে ১৪১ টি টহল দল সহ মোতায়েন রয়েছে।
তিনি বলেন, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র্যাব।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।