ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২ ই সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ ভবনে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মিনু আরা বেগম, মায়ের দোয়া মহিলা সমিতির সভা নেত্রী জবেদা বেগম, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী দুটি নারী সংগঠনের মাঝে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।