ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: বন্যা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। অসহায় এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য গণমাধ্যম সময় মিডিয়া লিমিটেড।
সময় মিডিয়া লিমিটেডের কর্মচারীরা এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। গত ৩১ আগস্ট চেকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে ওই টাকা জমা দেয়া হয়।
এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ জানায়, ‘বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সব কর্মীর একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।’
সরকার এবং দেশবাসীর পাশে থেকে বন্যার্তদের সাহায্যার্থে সময় মিডিয়া লিমিটেড তার এই সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে।