গাজীপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ছবি:সময়ের সন্ধানে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গনি মৈশালসহ এবং ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় গাজীপুর বিএনপির অস্থায়ী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক মোঃ উজ্জল হাসান বিএ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিজ সরকারের ধূসর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার আসামি কবির হোসেন কয়েকটি ফেসবুক আইডিতে, ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মনগড়া বক্তব্য উপস্থাপন করে। যাহা আমাদের দৃষ্টিগোচর হয়। এর প্রতিবাদে আজ এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইনুদ্দিন ফকির, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল হক মৃধা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পালোয়ান , ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি প্রকৌশলী রাকিবুল আলম বিল্লাল, প্রবীন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে রেজু মুন্সী,৭ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পচা, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রনি ফরাজী, ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সম্পাদক হাসমত আলী হাসু, ৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা মান্নান দয়াল,৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক করিম হাসান, ছাত্রদল নেতা মোস্তফা পালোয়ান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।