গাজীপুরের নবাগত কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলামকে সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।ছবি:সময়ের সন্ধানে
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম (পিপিএম ) গাজীপুরে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
এ সময় নবনিযুক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশ জনগণের জন্য, জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হারে হারে টের পেয়েছে, যে শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য দিয়ে আমি কাজ করতে চাই।
পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে। এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার জনগণের আস্থা অর্জন করবে।
আজ ৮ সেপ্টেম্বর রবিবার পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
তিনি স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শুনেন ও তাদের প্রশ্নের জবাব দেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনার,সহকারী পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেশ রুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান ও এশিয়ান টিভির মাহমুদুল হাসান সময়ের সন্ধানের শাহাদাত হোসেন সহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।