গাজীপুরের শ্রীপুরে জমি দখল ও থানায় মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন। ছবি:সময়ের সন্ধানে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১১ অক্টোবর মহসিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাঙ্গনে তিন ভাই বোনের জমি জোরপূর্বক দখল ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে সিদ্দিক বলে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক জমি দখল নিয়ে ২০২১ সালে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ করেন মো. মহসিন খন্দকার । ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নিজের জমি নিজ ভোগদখলে আনতে মহসিন খন্দকারের ইটের বাউন্ডারি ভেঙে দেয়,পরে আবারো জোরপূর্বক টিনের বেড়া দেন বিবাদী মহসিন খন্দকার। শ্রীপুর পৌর মেয়র ২০২১ সালে ভুক্তভোগীদের জমির কাগজ দেখে বিবাদী মোঃ মহসিন খন্দকার কে আমি সহ আমার বোন ও মামির জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও মহসিন খন্দকার সেই নির্দেশ অমান্য করেন। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আমরা এর সুস্থ বিচার চাই।
প্রধান অভিযুক্ত মোঃ মহসিন খন্দকারকে একাধিকবার ফোন করেলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।