নিহতরা হলেন, মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। ছবি:সময়ের সন্ধানে
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোর রাতে হত্যাকাণ্ডটি ঘটেছে।
নিহতরা হলেন, মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। তারা সুনামগঞ্জ শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্বজনরা জানান, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের এক বোনের পরিবার একসাথে থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত একটি দা পড়ে থাকতে দেখেন।
এদিকে, ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাই ফাহমিদকে পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক। তিনি জানান, হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।