বেরোবির ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাব্বির ইশতিয়াক আহমেদ ব্রুডার নবনির্বাচিত সভাপতি এবং ইংরেজী বিভাগের পঙ্কজ রায় ও পরিসংখ্যান বিভাগের খোকন ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) ‘BRUDA Executive committee and Debate Workshop’ অনুষ্ঠানের মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়াও সমাজবিজ্ঞান বিভাগের আনিসুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গোলাম মোস্তফা সহ সভাপতি, বাংলা বিভাগের সাদিয়া সিদ্দিকী নির্যাস সহসাধারণ সম্পাদক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জীবন প্রধান ওহী সাংগঠনিক সম্পাদক, পরিসংখ্যান বিভাগের সায়মাতুজ্জাহান মুন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চা ত্বরান্বিত করতে ব্রুডা শুরু থেকেই বদ্ধপরিকর। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সেই চর্চা আরও অগ্রসর হবে ব্রুডার মডারেটরবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলে সেই আশাবাদ ব্যক্ত করেন।
ব্রুডার নব নির্বাচিত সভাপতি সাব্বির ইশতিয়াক আহমেদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিতর্ক অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই হবে ব্রুডার নবনির্বাচিত সভাপতি হিসেবে মূল লক্ষ্য এবং চ্যালেঞ্জ। পূর্বের ন্যায় সামনের দিনগুলিতেও ব্রুডার এগিয়ে চলা অব্যাহত থাকবে বলে আশা করছি।
সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, যে সংগঠন আমাকে প্রথম থেকে যৌক্তিকভাবে দায়িত্বশীল হতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শিখিয়েছে সেই ব্রুডার দায়িত্ব নিজ হাতে পেলাম। এই পরিবারের হাল ধরার সুযোগ পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। আশা রাখছি ব্রুডা বিগত দিনে যেভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক নিয়ে কাজ করেছে, সামনের দিনে ব্রুডা নতুনত্ব নিয়ে যৌক্তিকভাবে সামনের দিকে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি।