মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার মুক্তি নামে এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরেই পালিয়েছেন অভিযুক্ত বাবা ফরহাদ গোমস্তা।
জানা গেছে, স্ত্রী নাজমা বেগমের সঙ্গে কলহ চলছিল ফরহাদ গোমস্তার। ঘটনার দিন সকালে মেয়ে আইরিনের ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাঠ দিয়ে আইরিনকে পেটাতে থাকেন ফরহাদ। এতে ঘটনাস্থলেই মারা যান মেয়ে আইরিন।
নিহতের মা নাজমা বেগম বলেন, আমি রান্নাঘরে কাজ করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। পরে ছুটে আসে আশেপাশের লোকজন। হাসপাতালে নেয়ার পথেই মারা গেল মেয়েটা।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, সকালে এক নারী তার মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন। মেয়েটির শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর জখম ছিল। তবে হাসপাতালে আনার আগেই ওই মেয়েটির মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মেয়েটিকে কাঠ দিয়ে পেটানো হয়েছে। এতে মাথায় আঘাত পেয়ে মারা যায় মেয়েটি।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরেই পালিয়েছেন অভিযুক্ত ফরহাদ গোমস্তা।