নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ভাঙ্গা পাড়ায় অবস্থিত একটি পরিবার সকলের কাছে সাহায্যের আকুল আবেদন করেছেন মেয়েটির কিছু কথা…
আসালামু আলাইকুম, আমার নাম মোছাঃ বর্ষা খাতুন পিতা মো: কামরুজ্জামান বাসা: কুষ্টিয়া জেলার, ভেড়ামারা উপজেলার, মোকারিমপুর ইউনিয়নের, গোলাপনগর বাজার, দরবার শরিফ রোড মনি পার্কের রাস্তার পাশে ভাঙ্গা পাড়ায়, আমাদের নিজের কোন জমি নেই, অন্যের জমিতে বাস করি।
আমার বাবা একজন দিন-মজুরির কাজ করেন । আমার বাবা সংসার চালাতেই হিমসিম খায়। আমার বাবা ও অনেক অসুস্থ, বাবার মুখে ও কি যেনো বের হয়েছে, অনেক টাকার ওষুধ লাগে তাহার । আমার চিকিৎসা যাবত অনেক টাকা খরচ করে অনেক টাকার মতো ঋণী আমার বাবা। মোটামুটি আমাদের কিছু জমি ছিল সেটাও নদীতে ভেঙ্গে গিয়েছে। এখন অন্যের জমিতে বসবাস করি। আমাদের এখন দুই বেলা খেয়ে বেঁচে থাকাটাই কষ্টকর। ছোট থেকেই অনেকদিন ধরে আমার গলা-গাল-মুখ দিয়ে, কালো বাড়তি চামড়া বের হয়েছে, আমি অনেক ডাক্তার দেখয়েছি কিন্তু কোন ভালোফলাফল পাইনি কিছুদিন আগে ও আবার ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেন অপারেশন করতে হবে, তা না হলে এটাকে কিলিয়ার করে ভালো করা সম্ভব না , কিন্তু আমার এ অপারেশন করতে হলে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন বলে ডাক্তার সাহেব আমাদের জানিয়েছেন। কিন্তু এতো টাকা আমাদের পক্ষে যোগানো সম্ভব না, আমি আপনাদের সকলের কাছে আকুল আবেদন করতেছি আপনারা সবাই আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন, আমি আপনাদের সকলের কাছে সাহায্যের হাতটি বাড়িয়েছি, আমাকে একটু ভালোভাবে বেঁচে থাকার সুযোগ করে দিন। আমার পরিবারের বাবা ছাড়া আমাদের সংসার চালানোর কেউ নেই। আপনারা যদি সবাই যে যা পারেন আমাকে আর্থিক টাকা দিয়ে সাহায্য করেন আমি অনেক অনেক উপকৃত হবো। আমি ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি আমি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই, আমি কতটা উপকারী হবো বলে বুঝাতে পারছি না। শুধু পারবো নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করতে। প্লিজ আমাকে সবাই সাহায্য কারুন, আমাকে একটু সাহায্য করুন।
সাহায্যের জন্য যোগাযোগ :- ০১৭১৪২৪৫১৭৫
জনস্বার্থে প্রচারিত।