ছবি:সময়ের সন্ধানে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তারেক মাহমুদকে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাতে তাকে মুক্ত করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নির্বাচনী পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ না করলেও তাকে বিশেষ সুবিধা দিয়ে ফরম পূরণের অনুমতি দেওয়া হয়েছে। অথচ যারা সামান্য ব্যবধানে অকৃতকার্য হয়েছে, তাদের ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে না।
বিদ্যালয় সূত্র জানায়, এ বছর ১৮৫ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৯৯ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে ৮৬ জন শিক্ষার্থী ফরম পূরণের বাইরে রয়েছে। এই পরিস্থিতিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধান শিক্ষক তারেক মাহমুদ শিক্ষার্থীদের অভিযোগ শুনে আশ্বস্ত করেন মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।